ভারত-বাংলাদেশ জেসিসি ভার্চুয়াল বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনার কারণে ভারত-বাংলাদেশ মন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শ কমিশন- জেসিসি বৈঠক শিগগিরই ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোন আলাপে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
টুইটারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে।দু’দেশের যৌথ পরামর্শ কমিশন-জেসিসি বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় , মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জেসিসি সভা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে ভারত-বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এই সভা এ মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ১৮-১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছিল।