গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম আহমদ নামে এক যুবক নিহত হয়েছে।
গেলরাত ৯টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাসুম আহমদ উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের মুতিবুল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম আহমদ মোটরসাইকেলে উত্তর শাহবাজপুর থেকে বড়লেখা উপজেলা সদরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।পথচারিরা তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার এ বিষয়টি নিশ্চিত করেছেন