করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা, মৌলভীবাজার ও মাদারীপুরে তিনজনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা, মৌলভীবাজার ও মাদারীপুরে তিনজনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজিলা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। রাত ১ টার দিকে ফজিলা বেগম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ফজিলা বেগম সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার নূর আলীর স্ত্রী।
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন সম্পাসী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন্। তিনি মৌলভীবাজার শহরের কোর্ট রোডের সুপারড্রাগ ফার্মেসীর ম্যানেজার ছিলেন। মৃতব্যক্তি সর্দি-জ্বর-গলাব্যথাসহ শ্বাসকষ্ট নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
এদিকে, মাদারীপুরের শিবচরে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে গেলরাতে মারা গেছেন। মৃতব্যক্তি গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।