পূর্ব লাদাখে গুলি বিনিয়ম করেছে ভারত ও চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পূর্ব লাদাখে গুলি বিনিয়ম করেছে ভারত ও চীনের সীমান্তরক্ষী বাহিনী।টানটান উত্তেজনার পর এবার গত মধ্যরাতে এ গোলাগুলির ঘটনা ঘটে
তবে কোনো পক্ষ থেকেও নিহত বা আহত হবার কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গোলাগুলির ঘটনা ঘটলেও সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে গোলাগুলির এ ঘটনাকে ওয়ার্নিং শ্যুট বলে দাবি করেছে গণমাধ্যমটি। অর্থাৎ দুই পক্ষ একে অপরকে হুশিয়ারী দিতেই এই গুলি বিনিময়। তবে এ ঘটনার জন্য ভারতীয় সেনাদেরই দায়ী করেছে চীন। চীনা গণমাধ্যমের দাবী, ভারতীয় সেনারা অবৈধভাবে চীনের সীমানায় প্রবেশ করার সময় ওয়ার্নিং শুট করে তাদের সতর্ক করে চীনা বাহিনী। এ সময় পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও।
শুক্রবার ২ ঘণ্টা ২০ মিনিট ধরে বৈঠক চলে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর।