বিভিন্ন জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বরিশাল, জামালপুর, নড়াইল ও ফেনীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানোর কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা– এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হয় দিবসটি।
সাক্ষরতা দিবসে দুপুরে বরিশালের আলোচনা সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সকালে জেলা প্রসাশন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জামালপুরের আয়োজনে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতিকে নিরক্ষরমুক্ত করতে ফেনীতে পালিত হয়েছে দিবসটি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে স্বল্প পরিসরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।