ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টায় অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টায় অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ সংসদের নবম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পুরক প্রশ্নের জাবাবে এ কথা বলেন তিনি। এ সময় অপরাধীদের প্রশ্রয়দাতারাও সমান অপরাধী উল্লেখ করে দলের সংসদ সদস্যদেকেও এ ধরনের অপরাধীদের রক্ষার চেষ্টা থেকে বিরত থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ সংসদের নবম অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রম। দিনের কার্যসূচীতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে প্রশ্নোত্তের পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জাবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের হত্যাচেষ্টাকারীদের বিষয়ে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড়া দেয়া হবে না। এ সময় ঘটনার পেছনে মদদ দাতাদেরও খুঁজে বেব করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার লিখিত প্রশ্নের জবাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ২ হাজার ডাক্তার ও ৫ হাজার নার্সের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।