মধ্য রাতে পদোন্নতি পাওয়া বিতর্কিত ৩২ জনের চাকরির নথী খুঁজতে তদন্ত কমিটি
- আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
এবার মধ্য রাতে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ৬২ কর্মকর্তার মধ্যে বিতর্কিত ৩২ জনের চাকরির নথী খুঁজতে তদন্ত কমিটি করেছে কেজিডিসিএল।
মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার রাতে এই কিমটি গঠন করেন কেজিডিসিএলের প্রশাসন বিভাগের মহা-ব্যবস্থাপক ফিরোজ খান।
এসএ টিভিসহ একাধিক গণমাধ্যমে সম্প্রতি কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে পেট্রোবাংলার প্রশাসন বিভাগের পরিচালক আইয়ুব খানের দুই ছেলেসহ পদোন্নতি পাওয়া ৩২ জন কর্মকর্তার চাকরির মুল নথি গয়েব হয়ে গেছে বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরই জের ধরে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত সপ্তায় পদোন্নতি স্থগীত করে নির্দেশনা জারি করে কেজিডিসিএল। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে হারিয়ে যাওয়া নথির ব্যাপারে অনুসন্ধ্যান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কর্ণফূলী ও পেট্রোবাংলার সাধারণ কর্মকর্তা কর্মচারীরা কোম্পানীর নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।