এখনও নামেনি লোকালয়ের পানি, বাঁচার তাগিদে ঠাঁই বেড়িবাঁধে
- আপডেট সময় : ০২:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের জোয়ারের পানি কিছুটা কমলেও, এখনও নামেনি লোকালয়ের পানি। এলাকায় দেখা দিয়েছে খাদ্যের পাশাপাশি পানি সংকট ও নিরাপদ বাসস্থানের। বাঁচার তাগিদে অনেকেই ঠাঁই নিয়েছে বেড়িবাঁধে। মানবিক বিপর্যস্ত এসব মানুষের একটায় দাবি, টেকসই বেড়িবাঁধ।
অমাবস্যার প্রভাবে প্রবল বর্ষন ও জোয়ারের পানিতে বেড়িবাঁধের ৪৩টি পয়েন্ট ভেঙে আম্পান বিদ্ধস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপ নগরের প্রায় অর্ধশতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়। ক্ষতিগ্রস্থ কিছু কিছু পয়েন্ট স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে।কিন্তু, বেশি গভীরতা থাকায় কয়েকটি পয়েন্ট এখনও অরক্ষিত। বাঁচার তাগিদে অনেকেই ঠাঁই নিয়েছে বেড়িবাঁধে। দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। তিন মাসেরও বেশি সময় ধরে গৃহহীন মানুষগুলো দিন কাটাচ্ছে আতঙ্কের মধ্য দিয়ে।
স্থানীয় চেয়ারম্যানদের সহযোগিতায় অস্থায়ী বাঁধ নির্মান শুরু হবে বলে জানান প্রকৌশলী।ভোগান্তি কমাতে আপাতত অস্থায়ী রিংবাঁধের ব্যবস্থা হচ্ছে বলে জানান, বিভাগীয় কমিশনার।