পৃথিবীর যেখানেই পাওয়া যাবে সেখান থেকে কেনা হবে ভ্যাকসিন : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর যেখানেই পাওয়া যাবে সেখান থেকে কেনা হবে এই ভ্যাকসিন।
সকালে জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে এ কথা জানান তিনি। এসময় করোনা মোকাবিলায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সঠিক নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ সংসদের নবম অধিবেশনের সমপানী দিনের কার্যক্রম।