নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। বাকী ৭ জনের অবস্থা এখনো শঙ্কামুক্ত সস বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এদিকে দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে বার্ন ইউনিটে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ডা. জুলফিকার লেলিন। এ সময় তিনি বলেন, প্রথম থেকেই প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আব্দুল ছাত্তার নামেআরো একজন মারা গেছেন। দগ্ধ অন্যদের চিকিৎসায় রাষ্ট্রের নির্দেশে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডা. জুলফিকার লেলিন। তিনি জানান, প্রধানমন্ত্রী সবসময় দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন। এ সময় রোগীর স্বজনরা দাবি করেন, দিনে একবার রোগীদের দেখতে চান তারা।
দগ্ধদের আইসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয়।