বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর নামক স্থানে লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত এবং বাসের ১০ যাত্রী আহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে কাভার্ডভ্যানের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত আরিফের ফুফাতো ভাই রাশিদুল হাসান বাদী হয়ে উজিরপুর থানায় গেলরাতে মামলা দায়ের করেন। দূর্ঘটনার পর পরই চালক ও হেলপার চালিয়ে যায়। নিহত ৬ জনের মধ্যে ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বোন শিউলি’র মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর হস্তান্তর করা হবে। শিউলি ঢাকা সিএমএইচ-এর সিনিয়র স্টাফ নার্স ছিলেন। উজিরপুর থানার ওসি মোহাম্মদ জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।