নিজেদের ব্যর্থতা ঢাকতে পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে বিএনপি । এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন সাসেক-এর আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় সংখ্যায় কম হলেও বিএনপির সদস্যরা সংসদে সমান সুযোগ পাচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহে দায়িত্বে গাফিলতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাউথ এশিয়ার সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন সাসেক-এর আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সভায় বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে সম্পর্কের কারণেই তাদের প্রত্যাখান করেছে জনগণ ।
এ সময় দেশে চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন সেতুমন্ত্রী।এছাড়া জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।