৯ম দিনেও চালু হয়নি কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি সার্ভিস
- আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
৯ম দিনেও চালু হয়নি ঢাকার সাথে স্বল্প দূরত্বের মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি সার্ভিস।
আজ দুপুর থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু করা যেতে পারে আশাবাদ ব্যক্ত করেন বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী। পদ্মা সেতুর ২৫ নং পিলার মুখে ড্রেজিং এ বিলম্ব হওয়ায় চায়না ড্রেজারের উপর দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিএ। সরেজমিনে চায়না ড্রেজার এলাকায় প্রচন্ড স্রোত বইতে দেখা যায়। এদিকে, ঘাটে আটকে পড়া শত শত ট্রাক শ্রমিক চরম দূর্ভোগে পড়েছেন। এদিকে, ফেরি সার্ভিস বন্ধ থাকায় এ নৌরুটের লঞ্চ ও স্পীডবোটে যাত্রী চাপ বেড়েছে।
এদিকে, পাটুরিয়া- দৌলতদিয়ায় প্রায় সহস্রাধিক যানাবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া -কাঁঠালবাড়ি নৌরুটের বাড়তি যানবাহনের সাথে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার হওয়ায় নাকাল অবস্থা তৈরি হয়েছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে। গত কয়েক সপ্তাহ ধরে নাব্য সংকটের কারনে ফেরি গুলোকে ৩ কিলোমিটার ঘুরে পারাপার হতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় লাগছে। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. গুলজার হোসেন বলেন, সকাল পোনে ১১ টার দিকে পাটুরিয়ার দুই টার্মিনালে ৩ শতাধিক, মহাসড়কে শতাধিক ও উথলি সংযোগ মোড়ে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস ও ৩ শতাধিক ছোট গাড়ি ফেরি পারাপারের অক্ষোমান রয়েছে।