নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনার উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা স্থানীয় লোকজন ও ডুবরীদের সাথে পরামর্শ করে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য দিনব্যাপী চেষ্টা চালায়। নদীতে প্রবল স্রোত থাকায় কোন নিখোঁজ মরদেহের সন্ধান না পাওয়ায় রাত ৮ টায় অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। বুধবার উপজেলার বড়খাপন ইউনিয়নের গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় ১২ জন এখনও নিখোঁজ রয়েছে।