খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বিকেল ৫টার দিকে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিলউদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেটে যায়। বিকেল চারটার পর থেকে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। সেখানে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের জন্য ২৯ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার চলছে। ওই প্রার্থীদের সমর্থকরা কার্যালয়ের বাইরে মিছিল করেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে দু’পক্ষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।