আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ মাসে ঝিনাইদহে খুন ৪ , আহত শতাধিক
- আপডেট সময় : ০৭:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ছ’মাসে ঝিনাইদহে খুন হয়েছে চার জন, আহত হয়েছে কয়েক শতাধিক মানুষ। রাজনীতিতে অযোগ্য নেতৃত্ব আর ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারীদের কারণেই এধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে সচেতন মহল। তবে, মারামারির ঘটনা এড়াতে বিভিন্ন পুলিশিং কার্যক্রম চালু রয়েছে বলে জানান, পুলিশ সুপার।
ঝিনাইদহে সামাজিক বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ছ’মাসে চার জন খুন আর আহত হয়েছে কয়েক’শ মানুষ। নিহতের পরিবারের সদস্যরা সঠিক বিচারের আশায় দিন গুণছে।
ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারীদের কারণে এ ধরণের ঘটনা ঘটছে বলে মনে করেন, এই নেতা।
মানবাধিকার কর্মীরা বলছে, এসব হত্যার ঘটনায় সামাজিক চাপে শতাধিক মানুষের বিরুদ্ধে মামলা করা হয়। ফলে, নিরাপরাধ মানুষও আসামী হয়।
নিরাপরাধীদের বাদ দিয়ে আদালতে চার্জশীট দেয়া হয় বলে জানান, পুলিশ সুপার। এরকম মারামারির ঘটনা এড়াতে বিভিন্ন পুলিশিং কার্যক্রম চালু রয়েছে বলেও জানান, তিনি।
ঝিনাইদহে সামজিক বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা হয়েছে ২০১৮ সাল থেকে ২০২০ এর জুলাই পর্যন্ত ১২২৭ টি।