বাংলাদেশের সাথে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাথে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই। তাই ইসরায়েলকে সর্মথন দেয়ার কোন চিন্তাভাবনা বাংলাদেশ সরকার করছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট- বিএলআরআইএ’র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগারের উদ্বোধনশেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি-জামায়াত বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছে। তাই তারা আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশবিরোধী প্রচারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর আগে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পৌঁছে ভেড়া ও মহিষের খামার পরিদর্শন করেন এবং মুজিববর্ষ উপলক্ষে সেখানে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।