একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনা শনাক্ত করে বিশ্ব রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনা শনাক্ত করে বিশ্ব রেকর্ড হয়েছে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতো মানুষ একদিনে এর আগে আর কখনও আক্রান্ত হননি।
সংস্থাটি বলছে, রোববার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।এরআগে একদিনের সর্বোচ্চ সংক্রমণ ছিল ৩ লাখ সাড়ে ৬ হাজার প্রায়। দেশে দেশে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ায় বাড়ছে সংক্রমণ। একইদিন বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৫৩৭ জন রোগী মারা যান। ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন প্রায় ৯ লাখ ৩০ হাজার। গেল কয়েকদিনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে ভারত। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমলেও আক্রান্ত সে হারে কমছে না। তবে ব্রাজিলে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এই তিন দেশই এখন শীর্ষ অবস্থানে রয়েছে মৃত্যু ও সংক্রমণে।