নওগাঁয় চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
- আপডেট সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রলীগ নেতা চাঁদা না পেয়ে হামলা চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজুর উপস্থিতিতে ফিল্মি স্টাইলে মারপিট করা হয় ওই ব্যবসায়ী সোহেল রানাকে। চাঁদা চেয়ে না পাওয়ায় রাজুর নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা। ব্যবসায়ী সোহেল রানার উপর নিজ প্রতিষ্ঠানে এভাবেই হামলা চালিয়ে মারপিট করা হয়। ব্যবসায়ী সোহেল রানার অভিযোগ- তার কাছে চাঁদা দাবি করা হয়। না দেয়ায় মহাদেবপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজুর নেতৃত্বে শুরু হয় ফিল্মি স্টাইলে মারপিট। তাকে তুলে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগ অফিসের সামনে। খবর পেয়ে পরিচিতজনরা এসে তাকে উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০/৩৫ জনের একটি দল দোকানে ঢুকে পড়ে প্রথমে বন্ধ করে দেয় সিসি ক্যামেরা। এমন ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তারা।
তবে মোবাইল ফোনে রাজু দাবী করেন, মারপিটের সাথে জড়িত ছিলেন না তিনি; বরং অন্যদের থামানোর চেষ্টা করেন। তবে এমন ঘটনায় ক্ষুব্ধ জেলা ছাত্রলীগ। নেতারা বলছেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কার করা হবে রাজুকে।এদিকে, পুলিশ বলছে, একটি মোবাইল ফোনের মালিকানা সংক্রান্ত জটিলতা থেকেই এ ঘটনার সূত্রপাত।
এরই মধ্যে ছাত্রলীগ সভাপতি রাজু ও সহযোগী নয়নসহ অজ্ঞাতনামাদের আসামী করে করে মামলা করেছেন সোহেল রানা। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।