দুদকের মামলায় ওসি প্রদীপকে গ্রেফতার দেখানোর আদেশ
- আপডেট সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি তিনি। আসামিপক্ষ প্রদীপের জামিন চাইলে আদালত ২০ সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ দিয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেয়। এর আগে দুপুর সোয়া ১টায় কড়া নিরাপত্তায় প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। প্রদীপ কুমার দাশের উপস্থিতিতেই দুদকের মামলায় তাকে গ্রেফতার দেখানোর ওপর শুনানি হয়। গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দীন। এ মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমারকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। প্রদীপের স্ত্রী চুমকি কর এখনো পলাতক রয়েছে।