বিজিবি সদস্য নুরুজ্জামান হত্যা মামলায় ৩ কিশোর গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান হত্যা মামলায় ৩ কিশোর ও টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব।
ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান হত্যা মামলায় ৩ কিশোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার পর লুট হওয়া মালামাল। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। পুলিশ জানায়, গত বছরের ৯ সেপ্টেম্বর শহরের হামদহ দাসপাড়ায় নিজ বাড়ীতে খুন হয় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর দীর্ঘ ১ বছর তদন্ত শেষে গত রোববার আরাফাত নামের এক কিশোরকে আটক করা হয়।
টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকা থেকে ৫২০ বোতল ফেন্সিডিল, মিনি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। দুপুরে রেব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় র্যাব একটি অভিযান চালিয়ে দিনাজপুর থেকে ঢাকাগ্রামী একটি মিনি পিকআপ আটক করে। তাদেরকে আটক করে।