বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়নের মাধ্যমে চালুর নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়নের মাধ্যমে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
এই নির্দেশনাকে গতি দিতে আজ থেকে শুরু হয়েছে সাবেক সব শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের কার্যক্রম। দুপুরে ডেমরা সারুলিয়া এলাকায় করিম জুট মিলসে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কোন নেতার হাতে নয়, পাওনা টাকা সরাসরি শ্রমিকদের হাতে তুলে দেয়া হবে। এদিকে দীর্ঘদিন পর পাওনা মজুরী পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পাটকল শ্রমিকরা। অনুষ্ঠানে ৩০ জন শ্রমিকদের পাওনা সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।