চলতি অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি হবে ৬ দশমিক ৮ শতাংশ
- আপডেট সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি হবে ৬ দশমিক ৮ শতাংশ, এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক..এডিবি।
মঙ্গলবার ম্যানিলা থেকে প্রকাশিত এডিবির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীতে সংকুচিত হলেও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তবে, বাংলাদেশে বা বাংলাদেশ যে দেশে পণ্য রপ্তানি করা হয় সে দেশগুলোতে মহামারীর সঙ্কট দীর্ঘায়িত হলে ৬ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব নাও হতে পারে। এডিবি বলছে, উৎপাদনের গতি বাড়ায় এবং বাংলাদেশি পণ্যের ক্রেতা দেশগুলোতে প্রবৃদ্ধি বাড়তে থাকায় বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তবে অর্থনৈতিক পুনরুদ্ধারের এই ধারা টেকসই করতে সামষ্টিক অর্থনীতির বিচক্ষণ ব্যবস্থাপনা এবং সরকারের ঘোষিত প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নে জোর দেয়ার পরামর্শ এসেছে প্রতিবেদনে। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এক বিবৃতিতে বলেন, দ্রুত করোনার টিকা সংগ্রহ করা ও মহামারী ব্যবস্থাপনায় জোর দেয়া হলে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হবে। করোনা মহামারীর জন্য ইতোমধ্যে ৬০ কোটি ডলার দিয়েছে এডিবি।