দেড় কোটি টাকার অনিয়মের অভিযোগ নিয়েও বহাল তবিয়তে আছেন ডা. সোহেলী শারমিন
- আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সরকারি বরাদ্দের দেড় কোটি টাকার অনিয়মের অভিযোগ নিয়েও বহাল তবিয়তে আছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন। তার খুঁটির জোর নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলেও, রহস্যময় কারণে নিশ্চুপ আছেন সিভিল সার্জন।
গত মার্চের মাঝামাঝিতে ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন ডা. সোহেলী শারমিন। এর পরপরই, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের সাথে অসদাচরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এক পর্যায়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ করে স্টাফরা। এর কিছুদিন পর, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের দেড় কোটি টাকা অনিয়মের অভিযোগ তুলে। এই অনিয়ম খতিয়ে দেখতে গত জুলাই মাসে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু দু’মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটির কার্যক্রম আলোর মুখ দেখেনি।
এছাড়া, বেআইনিভাবে প্রাইভেট প্র্যাকটিস, সরকারি গাড়ি-বাড়ির অপব্যবহার নিয়েও রয়েছে অনেক অভিযোগ। এসব নিয়ে স্টাফদের মাঝে অসন্তোষ বিরাজ করলেও, ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি কেউ। এ বিষয়ে জানতে চাইলে, প্রথমে তেড়ে আসেন এবং ক্যামেরা কেড়ে নিয়ে নানা ধরণের হুমকি দিতে থাকেন ডা. সোহেলী। সিভিল সার্জনের সাথে যোগাযোগের পর, সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান। তবে, এসব অভিযোগের ব্যাপারে সিভিল সার্জন কোনো কথা বলতে রাজী হননি।