নিষিদ্ধ ঘোষণার পরও চলছে ব্যাটারি চালিত অটোরিকশা
- আপডেট সময় : ০২:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষণার পরও টাকা দিয়ে ঢাকা দক্ষিণে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। স্থানীয় প্রভাবশালী ও পুলিশ প্রশাসন এর নেপথ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। চালকদের দাবি- রাস্তায় চলাচলে বৈধ কার্ড রয়েছে তাদের। কার্ডের জন্য প্রতিমাসে এক হাজার থেকে বারোশ’ করে টাকা দিতে হয়
রোববার অনিবন্ধিত বাহন বন্ধে ঘোষনা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। কিন্তু এই নির্দেশনা মানছেন না চালকরা। সিদ্ধান্ত বাস্তবায়নেও মাঠে নেই সিটি কর্পোরেশনের কোন টিম। নিষিদ্ধ ঘোষনার পরও কিভাবে বা কাদের সহযোগিতায় চলছে এসব অবৈধ যান। চালকদের দাবি, রাস্তায় চলাচলে তাদের রয়েছে মাস ভিত্তিক কার্ড। যা দিচ্ছে কয়েকটি প্রভাবশালী মহল। আর এই কার্ড পুলিশ দেখলে অটো রিকশা চালাতে বাধা দেয়না।
অভিযোগের প্রমাণ মিলেছে বাস্তাব চিত্রে। সামনে চলাচল তো বটেই, ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রীও এখন ট্রাফিক পুলিশ নিজেই। যদিও ট্রাফিক পুলিশ বলছে ভিন্ন কথা। দক্ষিণ সিটিতে কি পরিমান ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে তার পরিসংখ্যান জানা নেই ডিএসসিসি এবং পুলিশের খাতায়। তবে, দ্রুত পর্যবেক্ষন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। দুর্ঘটনা আর রাস্তার শৃঙ্খলা নিশ্চিতে এখনই এসব অবৈধ যান নিয়ন্ত্রন করার দাবি সাধারন মানুষের।