সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০৭:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সম্পদের যথাযথ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার চর্চার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এখন সহায়তার জন্য কারো কাছে হাত পাততে হয় না। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কি কি কাজ করবে সেই চুক্তি করল মন্ত্রীপরিষদ বিভাগ। সপ্তমবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এ সময়, ২০১৮-১৯ অর্থবছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করা মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শুরুতে বঙ্গবন্ধুসহ ৭৫ ইর ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে বঙ্গবন্ধু মাত্র ১০ মাসে একটি সংবিধান তৈরি করেছিলেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারের ওয়াদা মাথায় রেখেই প্রতিটি বাজেটে বরাদ্দ দেয়।
সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান।
করোনার বাধা অতিক্রম করে দেশ অর্থনৈতিকভাবে সচল হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী