রাজধানীর প্রায় সাত শতাধিক সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ
- আপডেট সময় : ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর গুলশান, বনানী ও প্রগতি সরণিতে প্রায় সাত শতাধিক সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার উচ্ছেদের পর স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল ১ লাখ ৭৭ হাজার টাকা বিক্রয় করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমান আদালত বসিয়ে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা প্রদান করা এবং অন্যান্য অপরাধে ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সাইনবোর্ড, বিলবোর্ড এবং ফুটপাত উচ্ছেদের আগাম কোন নোটিশ বা নির্দেশনা না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার উচ্ছেদের চলমান অভিযানের অংশ হিসেবে সকলে গুলশান ১ নম্বর গোলচত্বরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান।
এতে প্রায় তিন শতাধিক সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার উচ্ছেদ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, উচ্ছেদ অভিযানের আগে কোন নোটিশ এবং নির্দেশনা দেয়া হয়নি।
তবে সিটি কর্পোরেশেনর প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, যথাযথভাবে সাইনবোর্ড স্থাপন না করায় এবং সরকারি কাজে বাধা দেয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ।
অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটির মেয়র আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান।
গুলশান, বনানী ও প্রগতি সরণির শহজাদপুরেও উচ্ছেদ অভিযান চালানো হয়।