মাগুরার মঘিতে বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মাগুরার মঘিতে বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসকেও আঘাত করে সোহাগ পরিবহনের বাসটি। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন এবং আহত হয় অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন নামে পিকআপ চালক নিহত হয়েছে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়ায় ঘটনাস্থলে এই সংঘর্ষ ঘটে।