দাম স্বাভাবিক রাখতে সারাদেশের শহরগুলোতে চলছে টিসিবি’র পেঁয়াজ বিক্রি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দাম স্বাভাবিক রাখতে সারাদেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতে চলছে টিসিবি’র পেঁয়াজ বিক্রি।
ঝিনাইদহ শহরের ৫টি স্থানে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪শ’ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই ট্রাকগুলোর সামনে নানা শ্রেণী-পেশার মানুষের ভীড় দেখা গেছে।