রাজধানী ঢাকায় পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রসুনের দামও
- আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রসুনের দামও। আর সব্জির দাম উর্ধ্বমুখী হলেও ২০ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। বিক্রেতারা জানান, দু’একটা পণ্য ছাড়া সব পণ্যের দর সহনীয় পর্যায়ে রয়েছে। খুচরা বাজারে মোটা-চিকন সব ধরনের চালের দরও বেড়েছে।
রাজধানীর বনানী ও মহাখালী কাঁচাবাজারে সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্য কিনতে আসেন ভোক্তারা। এসময় নিত্যপণ্যের বাজারে বিভিন্ন সব্জির দাম তুলে ধরেন বিক্রেতারা। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় রসুনের দামও কিছুটা বেড়েছে। সিমের দাম কেজি প্রতি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেশী দাম হওয়ায় অসন্তোষের কথা জানান ক্রেতারা।
ইলিশসহ কমেছে সব ধরণের মাছের দাম। তেল, মসলার বাজারের পাশাপাশি স্থিতিশীল রয়েছে গরু,মুরগী ও খাসির মাংসের দাম। তবে বেড়েছে ডিমের দাম। এসব নিত্যপণ্যের বাজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। বাজার দর নিয়ন্ত্রণে সরকারের মনিটরিংয়ের ওপর জোর দাবি ভোক্তাদের।