আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও মাদারীপুরে ৪ জন নিহত
- আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও মাদারীপুরে ৪ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনার পরপরই গাছের সাথে ধাক্কা লেগে বাসটিতে আগুন ধরে যায়। শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, একটি মোটর সাইকেলে করে তিন আরোহী মুকসুদপুর কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থেকে তিন যাত্রী মহাসড়কের ছিটকে পড়লে ঘটনাস্থলে ফয়সাল সরদার নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্য দু’জনও মারা যান।
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গেলরাতে শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম বরিশালের আগৈলঝাড়ার উত্তর সিকিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।