আবরারের বাবা অসুস্থ থাকায় ৪অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বাদী আবরারের বাবা বরকতউল্লাহ অসুস্থ থাকায় ৪অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছে আদালত। এ জন্য রাষ্ট্রপক্ষ আদালতের কাছে সময় আবেদন জানান।
ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মো: কামারুজ্জামান আগামী ৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর টানা সাক্ষ্যগ্রহণের তারিখ দিয়েছেন। ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষে ২৫ আসামীর বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয়া হয়েছিল। একই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পর্যবেক্ষণ দেন, আবরার ফাহাদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। যাতে বহুল আলোচিত এই মামলায় সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়। গত বছরের ৬ অক্টোবর ছাত্রলীগের বুয়েট শেরে বাংলা হল শাখার নেতাকর্মীদের নির্মম পাশবিক নির্যাতনে মারা যায় মেধাবী এই শিক্ষার্থী।