আসামীপক্ষের আইনজীবীদের মন্তব্য অশোভন এবং বিব্রতকর : রাষ্ট্রপক্ষ
- আপডেট সময় : ০৭:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আসামীপক্ষের প্রস্তুতি দেখে আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছে বলে অভিযোগ করেছেন আসামীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবীদের এই মন্তব্য অশোভন এবং বিব্রতকর বলে মন্তব্য করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে মামলার বাদী এবং আবরারের বাবা বরকত উল্লাহ অসুস্থবোধ করায়, রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী ৫ থেকে ২৭ অক্টোবর, একটানা সাক্ষ্য গ্রহণ চলবে বলে আদেশ দেয় আদালত।
গেল বছর ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে।
রোববার প্রথম সাক্ষ্য গ্রহণের দিনে আদালতে হাজির করা হয় নির্মম ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা ২২ আসামীকে। এদিন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন মামলার বাদী আবরারে বাবা বরকত উল্লাহ। কিন্তু অসুস্থ্য বোধ করা সন্তান হারা এই পিতা দিতে পারেনি তার সাক্ষ্য। নিজের শারিরিক অবস্থা ও আদালতের কাছে প্রত্যাশার কথা জানান তিনি।
রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য নতুন সময় দেয় আদালত।
তবে সাক্ষ্য গ্রহণের সময় পেছানো নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করেন উভয়পক্ষের আইনজীবীরা।
আসামীপক্ষের করা ওই মন্তব্যের প্রতিক্রিয়ায়, অনেকটা দু:খ ভরাক্রান্ত মনে আল্লাহর কাছে বিচার দেন অভিজ্ঞ এই আইনজীবী।