বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে কয়েক শত পেয়াজবাহী ট্রাক
- আপডেট সময় : ১২:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর ও বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে কয়েক শত পেয়াজবাহী ট্রাক।আটকা পড়া পেয়াজ অধিকাংশ পঁচে নষ্ট হয়ে গেছে।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে আজ কোনো পেঁয়াজ আমদানী হয়নি। সকাল থেকে ১১ টা পর্যন্ত কোন পেঁয়াজবাহী ট্রাক ভোমরা বন্দরে আসেনি। তবে অন্যান্য পন্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এখনও অপেক্ষায় আছে দুই শতাধিক পেঁয়াজ ভর্তি ট্রাক। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, যে সমস্ত পেঁয়াজের কাগজপত্র ছাড় করা ছিল সেই পেঁয়াজ শনিবার ছেড়ে দেয় ভারতীয় কতৃপক্ষ। এর মধ্যে পেঁয়াজবাহী ৩২টি ট্রাকের মধ্যে ৩১ ট্রাক ৭২১ মেট্রিকটন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে।
এদিকে, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে প্রায় ১১২টি পেয়াজ বোঝাই ট্রাক, পেট্ট্রাপোল বন্দরে আটকে থাকা অধিকাংশ পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে গেছে। গত ১৪ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, নতুন করে প্রায় ১১২টি পেয়াজ বোঝাই ট্রাক ভারতের বঁনগা বন্দরের রাস্তায় দাড়িয়ে আছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র পেলেই পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশ করবে। তবে দীর্ঘ ৮ দিন আটকে থাকার কারণে অধিকাংশ পেয়াজ নষ্ট হয়ে গেছে।