তাজমহল আজ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বাড়লেও ভারতে আগ্রার তাজমহল আজ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দেশটির অর্থনীতির চাকা সচলের স্বার্থে খুলে দেওয়া হয় তাজমহল। তবে প্রথমদিন পর্যটকদের খুব বেশি ভীড় দেখা যায়নি।
তাজমহলে প্রতিদিন ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয় তাজমহল দর্শন। ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র আগ্রায় যমুনা তীরে বিশ্বখ্যাত এ সমাধিস্তম্ভ অবস্থিত। প্রতিবছর ৭০ লাখেরও বেশি মানুষ তাজমহল পরিদর্শন করেন। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে প্রতিদিন নতুন করে প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এবং সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে।