টানা ৯ দিন ধরে বেনাপোল বন্দরে ১১২টি পেঁয়াজবাহী আটকে আছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
টানা ৯ দিন ধরে বেনাপোল বন্দরে ১১২টি পেঁয়াজবাহী আটকে আছে। এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশের ৪০টি পেঁয়াজের ট্রাকের অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।
বেনাপোল বন্দর দিয়ে দীর্ঘ ৯ দিন বন্ধ রয়েছে পেয়াজ আমদানি। বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, নতুন করে প্রায় ১১২টি পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের বঁনগা বন্দরের রাস্তায় দাঁড়িয়ে আছে। সাথে ৪২ বগির ১টি ট্রেন ও দাঁড়িয়ে আছে। আটকে থাকা অধিকাংশ পেঁয়াজ পচে গেছে।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে মোট ৪০টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এসব পেঁয়াজের বেশীর ভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে আর্থিকভাবে দারুন ক্ষতির মুখে
পড়েছে ব্যবসায়ীরা।