ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার বাজার
- আপডেট সময় : ০১:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার বাজার। দূর-দূরান্ত থেকে এসব চারা সংগ্রহ করতে আসছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এখানকার চারা। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় সাড়ে চার কোটি টাকার চারা উৎপদিত হয়েছে।
রোপা আমন মওসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে জমে উঠেছে ধানের চারার সবচেয়ে বড় বাজার। এছাড়াও, জেলার কুট্টাপাড়া, আড়াইসিধা, লালপুর, চাঁনপুরসহ ১৯টি ছোট-বড় চারার বাজার রয়েছে। এসব বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনা-বেচা। বি-আর বাইশ, বি-আর ২৯, খাসা, নাজিরশাইলসহ বিভিন্ন জাতের চারা সংগ্রহ করছে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
প্রতিদিন কয়েক লাখ টাকার চারা বিক্রি হচ্ছে এসব বাজারে। কিন্তু, চারা ব্যবসায়ীরা জানান, করোনা ও আকষ্মিক বন্যার কারণে বীজের দাম বেড়ে যাওয়ায় চারা বিক্রি করে কাঙ্খিত মুনাফা পাচ্ছে না তারা। জেলার কৃষি বিভাগ জানায়, লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় দু’শ হেক্টর বেশি বীজতলা তৈরী আছে। এসব বীজতলায় প্রায় সাড়ে চার কোটি টাকা দামের ধানের চারা উৎপাদিত হয়েছে। ভাদ্রের শুরু থেকে চালু হওয়া চারার বাজার চলবে কার্তিক মাস পর্যন্ত।