দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলতে কাজ করছে বর্তমান সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। দুর্নীতির মূল শিকড় এখন উপড়ে ফেলতে কাজ করছে বর্তমান সরকার।
সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এসময় হানিফ আরো বলেন, সারাদেশে উন্নয়নের জোয়ার বিএনপি নেতারা দেখে না। নিজেদের আমলে উন্নয়ন হয়নি বলেই বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে।