আবারো বন্যার কবলে লালমনিরহাট, অতি বর্ষণ ও জোয়ারে বিপর্যয় নোয়াখালীতে
- আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণ আর উজানের ঢলের আবারো বন্যার কবলে পড়েছে লালমনিরহাট। নোয়াখালীতে অতি বর্ষণ ও জোয়ারে জনজীবন বিপর্যয়।
গেলোরাত থেকেই তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ফলে সকাল ৯টা থেকে জেলার হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তার নিম্নাঞ্চল পুনরায় প্লাবিত কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতি স্থায়ী আকার ধারণ করার সম্ভাবনা নেই।
এদিকে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ও দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে ৩নং স্থানীয় সতর্ক সংকেত থাকায় উপকুলীয় জেলা নোয়াখালীতে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে অস্বাভাবিক জোয়ারে ৪টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। গত তিনদিন ধরে অব্যাহত অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার সূখচর, নলচিরা, চর ঈশ্বর ও তমরদ্দি ইউনিয়নের ২০টি গ্রাম এখনো পানির নিচে। এতে ভেসে গেছে এসব এলাকার নিম্নাঞ্চলে বসবাসকরা মানুষের ঘরবাড়ী, গবাদিপশু, পুকুরের মাছ ও ফসলি জমি।