ঝিনাইদহে নকল প্রসাধনী বিক্রির অভিযোগ ৪০ হাজার টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে নকল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে শহরের গণিমাস্তান সড়কে র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান। রেব জানায়, মেসার্স দীলিপ স্টোর নামের এক দোকানে বিপুল পরিমান নকল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ প্রসাধনী মজুদ রেখে বিক্রি করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় আদালতের বিচারক বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করে। পাশা-পাশি দোকানের মালিক দীলিপ বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।