কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আর এর জন্য শুরু হয়েছে ব্যাপক রদবদল।
পুলিশের সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন এমন কনস্টেবল থেকে কর্মকর্তা সবাইকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এরইমধ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার জেলায় কর্মরত সকল ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। যার মধ্যে সকল থানায় দায়িত্বরত ইন্সপেক্টর, ডিবিসহ নানা পর্যায়ে দায়িত্বে থাকা ৩৪ জন পরিদর্শক রয়েছেন।