কেউ গণবিরোধী যড়ষন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠিন জবাব দেবার হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কেউ গণবিরোধী যড়ষন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠিন জবাব দেবার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বিএনপি। অন্যদিকে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় দেশের শান্তি বিনষ্টে কেউ গণবিরোধী যড়ষন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠিন জবাব দেবার হুঁশিয়ারি দেন কাদের। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউজে দৈনিক আজাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের স্মরণসভায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১২ বছর ধরেই ষড়যন্ত্র করছে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। ষড়যন্ত্রের পরিহার করে করোনা পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে গণমুখি রাজনীতি করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান আওয়ামী লীগ নেতারা।