মৌলভীবাজারের চা বাগান এলাকায় খুন-অপহরণ বেড়ে গেছে
- আপডেট সময় : ০৬:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের চা বাগান এলাকায় খুন-অপহরণসহ নানা অপরাধ বেড়ে গেছে। এতে করে পর্যটকসহ সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েছে। এসব অপরাধমূলক কর্মকান্ডের পেছনে স্থানীয় পুলিশের নির্লিপ্ততাকে দায়ি করছেন সচেতন মহল। পুলিশ সুপার বলছেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সচেতনতামূলক সভা-সমাবেশ ও সেমিনারসহ নানামুখী কর্মকান্ড করছেন তারা।
মৌলভীবাজারের চা বাগান এলাকাজুড়ে ফাইভ মার্ডার, ট্রিপল মার্ডার, জোড়া খুনসহ গত আট মাসে ১৫টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। এতে জনমনে আতংক ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আতংকিত হয়ে পড়েছে পর্যটকরাও।
গত ৩০ আগষ্ট নিখোঁজের একদিন পর, লাখাইছড়া চা বাগানে খুন হয় স্কুল ছাত্র স্বাক্ষক দেব। ৯ আগষ্ট শ্রীমঙ্গলের বৌলাছড়া চা বাগানের শ্রমিক কলোনিতে গভীর রাতে স্বামী-স্ত্রী খুন হয়। এর আগে শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের আমরইলছড়া চা বাগানে খুন হয় এক কৃষক। গত ১৮জানুয়ারি রাতে পাল্লাথল চা বাগানে ফাইভ মার্ডারের ঘটনা ঘটে। ৩০ জুন শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের চা বাগান এলাকার পূর্ব জামসী গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। এখানে প্রায়ই নিখোঁজের পর দিন মরহেদ উদ্ধারের ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশের নির্লিপ্ততাকে দায়ি করছেন সচেতন মহল।
প্রায় সব ঘটনারই রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেন, পুলিশ সুপার।
চা বাগান এলাকাকে নিরাপদ ও পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী।