এমসি কলেজের ঘটনায় সরকার কঠোর অবস্থানে , কাউকে ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজের ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণ এবং বিভিন্ন হাসপাতালে মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে একথা জানান তিনি। অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।