অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে মাসুদকে প্রধান আসামী করে ২০ জনের নামে মামলা
- আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে সাভারের হেমায়েতপুরের মালিক মাসুদ হাওলাদারকে প্রধান আসামী করে ২০ জনের নামে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মাসুদ হাওলাদের বাড়িতে বুধবার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুইজন মারা গেছে।
গেলো রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্হাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্ল্যাপাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদার স্হানীয় দালালদের মাধ্যমে নিজের দোতলা বাড়ির নিচতলার একটি রুমের মাটির নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ গ্যাসের সংযোগ নিয়েছিলেন। গেলো বুধবার দোতলা ওই বাড়ীর নিচতলার ভাড়াটিয়া রুমে গ্যাস লাইনে বিস্ফোরণ হয়ে দুইজন মারা যায়। একজন এখনো মুমুর্ষ অবস্থায় ঢাকায় শেখ হাসিনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।