শেখ হাসিনার হাত ধরে অবহেলিত গোপালগঞ্জে লেগেছে উন্নয়নের ছোঁয়া
- আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অবহেলিত গোপালগঞ্জে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পাল্টে গেছে এ জেলার মানুষের জীবন মান। আগামীতেও ক্ষমতায় থেকে গোপালগঞ্জসহ সারাদেশকে আরো এগিয়ে নেবেন বলেই মনে করেন সর্বস্তরের মানুষ।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার সময় বিদেশে থাকায় বেঁচে যান তিনি। ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অবহেলিত গোপালগঞ্জসহ সারাদেশে শুরু হয় উন্নয়ন। ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় আসার পর উন্নয়নে ভাটা পড়ে। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় গোপালগঞ্জে রেল ও সড়ক যোগাযোগ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, চক্ষু হাসপাতালসহ ব্যপক উন্নয়ন হয়। শুধু গোপালগঞ্জ নয় পদ্মাসেতু নির্মাণ, সমুদ্রসীমা, ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা সমাধান ছিল অন্যতম। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার জননী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আগামীতেও ক্ষমতায় থেকে গোপালগঞ্জসহ দেশকে এগিয়ে নিবেন এমনটাই মনে করেন গোপালগঞ্জবাসী।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও ভুলে যাননি নিজ জন্মভূমির কথা। গোপালগঞ্জ আসলে ভ্যানে করে ঘুরে বেড়িয়েছেন নিজ এলাকা টুঙ্গিপাড়ার অলিগলি। খোঁজ খবর নিয়েছেন সাধারন মানুষের। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। শেখ হাসিনা না থাকলে, আজকের বাংলাদেশ হতো না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। গোপালগঞ্জসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখেত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করেছে গোপালগঞ্জবাসী।