জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় বেঁড়ি বাঁধগুলো উঁচু করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের কারণে উঁচু জলোচ্ছাসের পরিমাণ বেড়ে গেছে। ফলে এ ধরনের ঝুঁকি বিবেচনায় সমীক্ষা চালিয়ে বেঁড়ি বাঁধগুলো উঁচু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দুপুরে বরিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বেঁড়ি বাঁধের উপর বসতি গড়ে উঠলে ইঁদুর বাঁধ ক্ষতিগ্রস্থ করে। বর্ষায় ও জোয়ারের সময় প্রবল চাপে ওইসব বেঁড়িবাঁধ ভেঙ্গে যায়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বাদ জোহর কলেক্টরেট জামে মসদিজে এক বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।