বিমানের টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রবাসী শ্রমিকরা
- আপডেট সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ফিরতি টিকিটের আশায় উৎকন্ঠায় দিন কাটছে সৌদি প্রবাসীদের। কর্মস্থলে ফিরতে বিক্ষুব্ধ প্রবাসীরা আজও ঢাকার হোটেল সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধ করেন। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে তেমন কোনও আশ্বাস না মেলায় এখন ভরসা শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। বিমানের টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রবাসী শ্রমিকরা।
ভিসার মেয়াদ বৃদ্ধি ও সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবিতে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের বাইরে দুপুর ১টার পর সড়ক অবরোধ করেন প্রবাসীকর্মীরা। এতে ব্যস্ততম এ সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের । প্রশাসনের পক্ষ থেকে তাদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানো হলেও তা মানতে রাজি না প্রবাসীরা।
যদিও সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল, ফ্লাইট বাতিলের তারিখ ধরে ৪ অক্টোবর পরবর্তী টোকেন দেয়া হবে । একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।তবে প্রবাসীরা বলছেন, অনেকেই এ বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যদি সুনির্দিষ্টভাবে তারিখ ধরে বাতিল হওয়া ফ্লাইটের টোকেন কোন তারিখে, কবে দেওয়া হবে, তা পরিষ্কারভাবে জানিয়ে দিতো তাহলে কাউকে ভোগান্তিতে পড়তে হতো না।
যারা অন্য এয়ারলাইন্স থেকে ফিরতি টিকেট নিয়ে এসেছেন তারাও আছেন উভয় সংকটে।তবে যারা এত ভোগান্তির পর টিকিট পেয়েছে তাদের চোখে মুখে ছিল আনন্দ ।
এদিকে, তথ্যগত বিভ্রাটের কারণে জটলা বেশি বলে জানিয়েছেন বিমান অফিসের সামনে অপেক্ষমাণ প্রবাসীরা। প্রতিদিন ভোর থেকেই প্রবাসীরা ভিড় জমান মতিঝিলের বিমান অফিসে।