মানিকগঞ্জে দু’দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে দু’দফা বন্যায় ৩৩ হাজার পাঁচশ’ ৭৭ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে ১৭১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে এখন রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। এদিকে, তিন দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই কয়েক দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় আবারও পানি বাড়তে শুরু করেছে। এতে জেলার পাঁচ শতাধিক হেক্টর রোপা আমন ক্ষেত ডুবে গেছে।
মানিকগঞ্জে দু’দফা বন্যায় আগাম শীতকালীন সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন, আউশ ধানসহ প্রায় ৫০ হাজার এক’শ ৭০ মেট্রিক টন ফসল ভেসে গেছে। বন্যার পানি নামার সংগে সংগে জেলায় রোপা আমন চাষে এখন ব্যস্ত সময় পার করছে কৃষক। এ বছর জেলায় আট হাজার আট’শ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলায় ছয় একর জমিতে কমিউনিটি বীজতলা তৈরি করে রোপা আমানের চাড়া বিতরণ করা হয়েছে বলে জানায়, কৃষি বিভাগ। এদিকে, কয়েক দফা বন্যার পর টানা বৃষ্টিতে আবারো পানি বাড়তে শুরু করেছে নেত্রকোনায়। জেলার নিম্নাঞ্চলের প্রায় পাঁচ শতাধিক হেক্টর রোপা আমন পানিতে তলিয়ে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে কৃষক।
গেল বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায়, আমন আবাদে দেরি হয়েছে। চরা দামে কিনতে হয়েছে ধানের চারা। এখন পানিতে তলিয়ে যাওয়ায় ফসলহানির আশংকা করছে কৃষক। বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।এবছর জেলায় এক লক্ষ ৩৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।