রিফাত শরীফ হত্যা মামলার রায় আগামীকাল
- আপডেট সময় : ০৬:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় আগামীকাল। গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং বন্ড বাহিনীর সদস্যরা। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৩০ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ১০ আসামীর রায়ের দিন ঠিক করেছে বরগুনা জেলা দায়রা জজ আদালত। ন্যায়বিচার প্রত্যাশা করছেন রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবীরা।
গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শিক্ষার্থী রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রিফাত।
গত বছর এক সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ জনকে অভিযুক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় আসামীদের দু’ভাগে বিভক্ত করা হয়। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামি। তবে, মামলার অন্যতম আসামী মুসা বন্ডকে এখনো ধরতে পারেনি পুলিশ।
গত ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চাঞ্চল্যকর এ মামলায় মোট ৭৬ জন সাক্ষ্য দেয়। গত ১৬ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে ৩০ সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করে আদালত।
আসামীপক্ষের আইনজীবীদের দাবি, রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক খন্ডন করে আদালতে তথ্য- উপাত্ত উপস্থাপন করা হয়েছে। মিন্নিকে নির্দোষ দাবী করেন তার আইনজীবী।
এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিচারের সমস্ত প্রক্রিয়া শেষ করে, গত ৮ জানুয়ারি জেলা নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।এরপর, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাড়া ৭৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে আদালত।